Thursday, March 29, 2018

১৬

কিন্তু এখন যেমন তাঁর কথা শুনতে, তাঁর শ্রীমূর্তি ফুল দিয়ে সাজাতে মনে হচ্ছে, এমন এত দিন হয়নি কেন?

ভ। এর উত্তর - রামকৃষ্ণদেব বলতেন, একটি বাড়ির কার্নিসে বীজ তোলা ছিল, কালক্রমে অনেক বৎসর পরে বাড়িটি ভূমিসাৎ হলো; তখন ঐ বীজ তাত-বাত পেয়ে আঁকুরে উঠল। তোমাদেরও তাই। এখন সময় হয়েছে। ফল সময়সাপেক্ষ।

পা। আপনার কথা শুনে, আমাদের খুব আশা ভরসা হচ্ছে, আর মন-প্রাণ শীতল হচ্ছে।

ভ। এ আমার কথা নয়; আমি যা বলছি, সব সেই জগৎ-গুরু রামকৃষ্ণদেবের কথা; আমার মুখ দিয়ে বেরুচ্ছে মাত্র! ছাদে বাঘের মুখ থাকে, বৃষ্টি হলে লোকে বলে বাঘের মুখ দিয়ে জল পড়ছে; কিন্তু সে বাঘের মুখের জল নয়, সে আকাশের জল। আমার নিজের কথা, শক্তি, বুদ্ধি কিছুই নেই - সব তাঁর।

রামকৃষ্ণদেবের একটি অভয়দাতা নাম আছে, সে নামের মহিমায় তোমাদের আশা-ভরসা বাড়ছে। রামকৃষ্ণদেব আনন্দময়, তাঁর লীলাকথায় আনন্দস্রোত বয়, তাই তোমাদের আনন্দ হচ্ছে। তোমরা ভাগ্যবান, তাঁকে প্রত্যক্ষ দর্শন করেছ, তাঁকে স্পর্শ করেছ, যাঁর বাড়া নাই তাঁর মহাপ্রসাদ ধারণ করেছ, তোমাদের তো লীলাকথা শুনে আনন্দ হবেই। তাঁর লীলাকথা শ্রবণ-কীর্তনের এমন গুণ যে, যদি অতি বদ্ধজীবও শুনে, কি কীর্তন করে, সেও আনন্দ-সাগরে ভাসতে থাকবে। সংক্ষেপে তোমায় বলি শুন - জগতে এমন জীব কেউই নেই, যে সরল প্রাণে রামকৃষ্ণনাম করলে পরম আনন্দ না পায়; জগতে এখনো এমন পাপের সৃষ্টি হয়নি যে, একবার সরল প্রাণে রামকৃষ্ণনাম করলে তা তৎক্ষণাৎ ভস্মীভূত না হয়; আর এখনো জগতে এমন ত্রিতাপ-জ্বালার সৃষ্টি হয়নি যে, একবার রামকৃষ্ণনাম করলে তা শীতল না হয়।

No comments:

Post a Comment