পা। যাঁরা রামকৃষ্ণদেবকে দর্শন করেছেন, কিন্তু চিনতে পারেননি যে, তিনি ভগবান - এমন অবস্থায় সেসব দর্শকের ভগবান-দর্শন হলো কি না?
ভ। তাঁদেরও ভগবান-দর্শন হলো। মনে কর, তুমি কাশ্মীরে শীতকালে রাত্রিতে গিয়ে উপস্থিত হয়েছ। তুমি বিদেশী লোক, একটি বাসা খুঁজছ, এমন সময় শহরের ভিতরে একটি কোটালের সঙ্গে দেখা হলো, তিনি শশব্যস্তে একটা বাসাবাড়ির ঠিকানা বলে দিলেন। কোটালটি কে জান? তিনি কাশ্মীরের রাজা; কোটালের বেশে দু-একজন আপনার চেনা লোককে আপনার মতো সাজিয়ে সঙ্গে করে নগরভ্রমণ করছেন। এখন জিজ্ঞেস করি বল দেখি, তুমি যাঁর সঙ্গে কথা কইলে, যিনি তোমাকে বাসার ঠিকানা বাতলে দিলেন, তিনি আসলে লোকটি কে? তুমি চিনতে পারলে না বলে কি বলব যে তিনি রাজা নন? তিনি রাজা, কোটালের বেশে মাত্র। তেমনি রামকৃষ্ণদেব অখিলের রাজা, তবে রামকৃষ্ণবেশে এইমাত্র। ইনিও আপনার সঙ্গে পার্ষদদিগকে আপনার মতো মানুষের বেশ পরিয়ে ধরা-শহরে এসেছেন। এবার তুমি বুঝে দেখ যে রামকৃষ্ণদেবের দর্শনে তাঁদের ভগবান-দর্শন হয়েছে কি না?
পা। অতি সুন্দর কথা, বড় আনন্দের কথা। আচ্ছা, না চিনে ঈশ্বরকে দর্শন করলে কি ঈশ্বর-দর্শনের কাজ হয়?
ভ। একটা উনুনের কাছে একজন ঘুমুচ্ছে। রাতের বেলায় ঘুমের ঘোরে যদি তার হাতটা আগুনে পড়ে, তাহলে হাতটা পুড়ে কি না? যদি অজান্তে আগুনে হাত দিলে হাত পুড়ে, তাহলে অজান্তে ঈশ্বরকে দর্শন করলে ঈশ্বর-দর্শনের কাজ হবে না কেন?
পা। আপনার কথা শুনে আমার প্রাণটা কেমন করছে, আমার মনে হচ্ছে, আমি যদি এখুনি রামকৃষ্ণদেবকে চিনতে পারি। আর একবার বলুন তাঁকে চিনবার কি উপায়।
No comments:
Post a Comment