সমভাবে সেই শক্তি বিরাজিত কার্যে।
ঐশ্বর্যবানেতে যেন তেন নিরৈশ্বর্যে॥
ভগবান যে রূপই ধরুন না কেন, তাঁর সেই রূপে তাঁর সব রূপ থাকে। দাতাকর্ণের ঘরে যখন বুড়ো থুরথুরে বামন হয়ে হাজির, তখন কি তাঁর ভিতরে কৃষ্ণরূপ ছিল না? কৃষ্ণাবতারে হনুকে রামরূপ দেখাতে হয়েছিল। রামকৃষ্ণদেবও অনেক রূপ অনেক ভক্তকে দেখিয়েছেন। 'শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি'তে ইহার বিশেষ বর্ণনা আছে। রামকৃষ্ণরূপ ছাড়া রামকৃষ্ণভক্ত অন্য রূপ দেখতে চান না। একবার ঠাকুর গিরিশবাবুকে বললেন, "তুই কিছু দেখবি?" ভক্ত উত্তর করলেন, "তুমি তার ভিতরে থাকবে তো?" প্রভু বললেন, "আমি আবার তার ভিতরে কেন থাকব?" ভক্ত বললেন, "তবে আমি দেখতে চাই না।" ভগবানের অন্য রূপ দেখে ভগবানকে পরীক্ষা করে নেয়া অপেক্ষা ভগবানে মনের অবিশ্বাস আর কিছুতেই নেই। তবে রামকৃষ্ণদেব সন্দিগ্ধচিত্তের সংশয় বিমোচনের জন্য অনেক পরীক্ষা দিয়েছেন ও অনেক রূপ দেখিয়েছেন।ঐশ্বর্যবানেতে যেন তেন নিরৈশ্বর্যে॥
রামকৃষ্ণদেবকে দর্শন করলে সব অবতারকে দর্শন করা হয়। তাঁকে বুঝলে যাবতীয় বেদ, বেদান্ত, পুরাণাদি ও জগতে যত ধর্ম আছে, সকলেরই মর্ম অবগত হতে পারে। রামকৃষ্ণদেবের দেহে সমস্ত জগৎব্রহ্মাণ্ড - সৃষ্টিটি আছে।
আ মরি কি মনোহর, সমাধিস্থ কলেবর,
নিশাকর বদন-মণ্ডলে।
অপরূপ শোভা পায়, কিরণ-হিল্লোল তায়,
ঝলকে ঝলকে যবে খেলে॥
নিরখি শ্রীমুখ-ইন্দু, অন্তরের প্রেমসিন্ধু,
আঁধার ছাড়িয়া ছুটে যায়।
নিশাকর বদন-মণ্ডলে।
অপরূপ শোভা পায়, কিরণ-হিল্লোল তায়,
ঝলকে ঝলকে যবে খেলে॥
নিরখি শ্রীমুখ-ইন্দু, অন্তরের প্রেমসিন্ধু,
আঁধার ছাড়িয়া ছুটে যায়।
No comments:
Post a Comment