আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোঁকা।
সেই রাম এই রামকৃষ্ণরূপে ঢাকা॥
চাহ তুমি দেখিবারে শিরে শিখি-পাখা।
শোভিত সুন্দর ভালে অলকা-তিলকা॥
দুলু দুলু গজমতি অতুল নাসায়।
চন্দ্রমা-কিরণ জিনি কৌস্তভ গলায়॥
নয়ন দুখানি বাঁকা আকর্ণ-পূরিত।
কান্তিময় নীল তনু চন্দনচর্চিত॥
মনোহর পীতবাস জড়িত তড়িতে।
ভুবনমোহন বেণু ঠামে ধরা হাতে॥
শ্রীরাধার প্রেমে বাঁকা ত্রিভঙ্গিম ঠাম।
গোপীমন-বিরঞ্জন নটবর শ্যাম॥
দুলে গলে বনমালা আপাদলম্বিত।
পীতধড়া গুঞ্জবেড়া অঙ্গে সুশোভিত॥
কনক নূপুর পায় রুনুঝুনু রব।
রকত উৎপল জিনি চরণ-সৌষ্ঠব॥
পায়ে পায়ে প্রস্ফুটিত কমল-আবলী।
মকরন্দ-গন্ধে ছুটে ঝাঁকে ঝাঁকে অলি॥
আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোঁকা।
সেই কৃষ্ণ এই রামকৃষ্ণরূপে ঢাকা॥
সেই রাম সেই কৃষ্ণ রামকৃষ্ণ সাজে।
লীলান্তরে রূপান্তর আপনার কাজে॥
রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয়।
মহল্লীলা শ্রীপ্রভুর সাক্ষী পরিচয়॥
যখন যেরূপ সাজ হয় দরকার।
সে রূপে সে সাজে অবতীর্ণ অবতার॥
অক্ষয় কুমার সেন প্রণীত "শ্রীশ্রীরামকৃষ্ণমহিমা"। হরি ওঁ তৎ সৎ॥ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
Thursday, March 29, 2018
৩৭
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment