Thursday, March 29, 2018

২১

ধর্মপত্নীর সহবাসে কোন দোষ হয় না; আত্মীয় বন্ধু পরিবারবর্গ আছে, পীড়ার সময় সেবা করে। ফাঁকে বেরিয়ে গেলে, এসব সুবিধা থাকে না, কিন্তু প্রয়োজনগুলি সব থাকে।

তবে এর ভিতর একটি কথা আছে - আগে সংসারকে চিনতে হয়, তারপর তায় ঢুকতে হয়, নচেৎ ভারি মুশকিল। কাঁচা মানুষের সংসারে প্রবেশ করা আর হাতে তেল না মেখে কাঁঠাল ভাঙা একই কথা। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে যেমন হাতে আঠা লাগে না, তেমনি মনে জ্ঞান ভক্তি মাখিয়ে সংসারে প্রবেশ করলে কাম-কাঞ্চনের আসক্তিতে লটপট করাতে পারে না। আগে জ্ঞান ভক্তি অর্জন, পশ্চাৎ সংসারে প্রবেশ।

ঠাকুরের উপদেশ - গায়ে হলুদ মাখা থাকলে যেমন জলে কুমিরের ভয় থাকে না, তেমনি মনে জ্ঞান ভক্তি থাকলে সংসারে কাম-কাঞ্চন কিছু করতে পারে না।

আর একটি উপমা - লুকোচুরি খেলায় যে বুড়িকে ছোঁয়, তার যেমন আর চোর হবার ভয় থাকে না, তেমনি ঈশ্বর লাভ করে সংসারে থাকলে আর চোর হতে হয় না।

আর একটি উপমা - খুঁটি ধরে বনবনিয়ে ঘুরলে যেমন পড়বার কোন আশঙ্কা থাকে না, তেমনি ভগবানকে ধরে সংসারে যদি কেউ থাকে, তার আর পতনের ভয় থাকে না।

এ সম্বন্ধে ঠাকুরের আর একটা কথা - একজন পাড়াগেঁয়ে লোক, সঙ্গে একটি ব্যাগ আর একটি ছাতা। ব্যাগটিতে কাপড়-চোপড় ও পাথেয় আছে; এখানে কলকাতা শহর দেখতে এসেছে; এ অতি তাজ্জব শহর; সে পাড়াগেঁয়ে নূতন লোক, এখানে যা দেখে, তাই তার পক্ষে আশ্চর্যের জিনিস, হাঁ করে এটি উটি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখন কোথায় যায়, কোথায় থাকে, চিন্তা করতে করতে একটা দেউড়িতে বসে পড়ল ও কিছুক্ষণের মধ্যেই

No comments:

Post a Comment