Thursday, March 29, 2018

১০৮

হরিসে লাগি রহরে ভাই। তেরা বনত বনত বনি যাই।
অঙ্কা তারে বঙ্কা তারে, তারে সুজন কসাই,
শুগা পড়ায়কে গণিকা তারে, তারে মীরাবাঈ॥
য়্যাসি ভক্তি কর ঘট ভিতর, ছোড় কপট চতুরাই,
সেবা বন্দি আউর অধীনতা সহজে মিলি রঘুরাই॥

বিষয়-ঘাঁটা মলিন বুদ্ধির কপটতা ও চতুরতা পরিত্যাগ করে ভগবানে লেগে থাক, তাহলেই তুমি ভগবানকে পাবে।

পা। তাঁকে না পেলে তাঁয় কি করে লেগে থাকব? আমাকে ভেঙে বলুন, বুঝতে পাচ্ছি না।

ভ। আমি তোমার সঙ্গে এতদিন রামকৃষ্ণদেবের মহিমা-কথার প্রসঙ্গে কাটাচ্ছি। আমি তোমার কথা শুনে বেশ বুঝেছি, তুমি সাকারবাদী, কৃষ্ণরূপ ভালবাস। তোমার বাড়িতে কৃষ্ণমূর্তি আছে, তুমি ফুল-চন্দন দিয়ে নিত্য নতুন বেশ করে দিয়ে সাজাবে। তোমরা থিয়েটারের লোক, সাজানো বিষয়ে বিশেষ বুঝ। যেমন থিয়েটারে বিল্বমঙ্গলে কৃষ্ণ সাজাও, ঠিক তেমনি করে তোমার ঠাকুরটিকে সাজাবে। গ্রীষ্মকালে গায়ে বাতাস দিবে, শীতে গায়ে কাপড় দিবে, সুন্দর বিছানা করে দিবে, যেখানে যা ভাল জিনিস পাবে কৃষ্ণের জন্যে আনবে আর সকলের সার ছানা মাখনের ভোজ্য এনে ভোগ দিবে। ভোগ দেবার সময় কেঁদে কেঁদে বলো, কৃষ্ণ! তোমায় খেতে হবে। কখনো বা কৃষ্ণলীলা পাঠ করবে, আর কখনো বা যাঁরা কৃষ্ণের দেখা পেয়েছেন বা কৃষ্ণকে ভালবাসেন, তাঁদের সঙ্গ করবে। এ-সকল কাজে থাকলেই তোমার তাঁয় লেগে থাকা হবে।

পা। মশায়, ঐ কথাটি শুনে আমার মনটা কেমন কচ্ছে - যেখানে আপনি বললেন, 'কেঁদে কেঁদে বলো - কৃষ্ণ, তোমায় খেতে হবে!' সত্যই কি তিনি খাবেন?

ভ। নিশ্চয় খাবেন, এ বিষয়ে কোন সন্দেহ রেখো না। আমি ভগবানকে খেতে দেখেছি।

No comments:

Post a Comment