শক্তিরই রাজ্য ও কারখানা। জাঁতার দুখানি পাথরের মধ্যে নিচেরখানি যেমন শুধু আছে মাত্র, উপরেরখানিই ক্রিয়া করে; তেমনি লীলার স্থলে পুরুষ আছেন মাত্র, কিন্তু যাবতীয় খেলা একমাত্র শক্তির। যতক্ষণ মন আছে, যতক্ষণ আমি আছি, ততক্ষণ তাঁর রাজ্যের ভিতরে; তার ওপারে অর্থাৎ মন-নাশে ও অহং-নাশে যে কি অবস্থা বা কোথায় স্থিতি, তার আমি কিছু বলতে পারলাম না।
পা। কখন তিনি কর্তা, আর কখন তিনি গিন্নি?
ভ। নির্গুণ অবস্থায় কর্তা, সগুণ অবস্থায় গিন্নি। সে একেরই এ উভয়বিধ অবস্থা। যিনি নির্গুণ, তিনিই সগুণ। নির্গুণের আস্বাদ পাওয়া যায় না, সগুণের আস্বাদ পাওয়া যায়।
পা। আপনি জীবাত্মার দেহান্তে অন্যদেহ-ধারণ বা পরজন্ম মানেন?
ভ। খুব মানি। ইহজন্ম পরজন্ম তো মানিই, আবার জীবাত্মা বস্তুর ছায়াবহনের ন্যায় এক জন্মের কর্মফল ও প্রকৃতি-সুদ্ধ সঙ্গে নিয়ে যে জন্মান্তরে যান, তাও মানি। এ অতি গুহ্য রহস্যটি বুঝাবার জন্য ঠাকুর একটি গল্প বলেছেন, শোন - এক রাজার চারটি ছেলে, ছেলেরা প্রাসাদের মধ্যেই থাকে এবং খেলাও করে। একদিন রাজার ছেলেরা ও চাকরদের ছেলেরা খেলা করবার জন্য একসঙ্গে সমবেত হয়েছে। রাজার বড় ছেলে অন্য সকলকে বলল, 'এস ভাই আমি রাজা'। মধ্যম বলল, 'আমি মন্ত্রী', সেজ বলল, 'আমি সেনাপতি'। রাজা উচ্চাসনে বসল, মন্ত্রী করজোড়ে সম্মুখে দণ্ডায়মান, সেনাপতি অন্যান্য ছেলেদিগকে সৈন্য সাজিয়ে নিয়ে সেনাপতি হয়ে সজ্জিত। ছোট ছেলে এ-সব দেখে শুনে বলল - 'না ভাই, আমি এ খেলা খেলব না।' কনিষ্ঠের এ খেলায় ভাবান্তর দেখে বড় ভাই জিজ্ঞেস করলেন, 'তুমি তবে কি খেলা খেলবে?' তখন সে উত্তর দিল, 'তুমি উবুড় হয়ে শোও, আমি তোমার পিঠে কাপড় কাচি'। এ
No comments:
Post a Comment